মানবতা  - (২).
শংকর ব্রহ্ম


মানুষ হারিয়ে যায় একদিন ঠিকই
                   কিন্তু মানবতা থাকে অমরতা পায়
একটি জীবন
               হয়তো মৃত্যুর কাছে হেরে যেতে পারে
কিন্তু সমগ্র মানব জীবন মৃত্যুকে অবহেলা করে
                              জীবনের গান গেয়ে যায়।

কিন্তু মানবতা যদি একবার হারায়
                          আমাদের জীবন যাপন থেকে
তাহলে মৃত্যুকে তুচ্ছ ভেবে
      অমৃতপুত্ররা আর অমরতা খুঁজবে কোথায়
                            আমাদের এই নশ্বর জীবনে?