মানবতা - (১)
শংকর ব্রহ্ম


  জীবন দর্শন এই মানবতা ছাড়া
           আর কোন দর্শনের পক্ষে
        কোথাও পৌঁছে দিতে পারা
                     এতই সহজ কাজ?

        এ কথা বোঝেনি যারা আজ
তারাই গড়তে চায় অদ্ভুত সমাজ।

সে সমাজ গড়ে উঠে ভেঙে পড়ে
                       ভিতরে বাহিরে।

               কত বাদ এলো  গেলো
প্রতিবাদে যতই না ঝড় তোলো  
সব কিছু হয়ে যাবে ফাঁকি
যদি সেথা রয়ে যায় মানবতা বাকি