মন অসুখে
শংকর ব্রহ্ম
এক).
কাল একেলা অন্যোন্যপায়
ডুবে ছিলাম সূক্ষ্ম ব্যথায়,
আজ সকালে ফাগের আলো
দূর করে দেয় মনের কালো।
তুমি যে এখন রয়েছে কোথায়
সেই কথটাই শুধু মনেহয়।
আলোর ভিতরে কালোর ছায়া
আবার কেমন ঘিরছে আমায়,
বলো দেখি এর কোন মানে হয়?
এখন তোমায় খুঁজবো কোথায়?
দুই).
আমার কাছে তোমার স্মৃতি অযত্নে সব
বাড়তে বাড়তে, এখন দেখি বিষাদ অনুভব,
আমার কাছে তোমার চিঠিগুলো যত্নে ছিল সব
এখন দেখি পোকায় কাটা কাগজ-পত্র সব।
হাত চিঠি আজ কেউ লেখে না আর
আমায় ফিরে কেউ দেখে না তোমার মতো তীব্র চোখে,
বলছে সবাই আমায় ডেকে,
আমি নাকি ভুগছি এখন 'মন অসুখে'।
আমার কাছে তোমার চিঠিসব
যত্নে ছিল গোপন তাকে,
সেখানেও যে কীট ঢুকে করবে ছারখার
আগে থেকে জানত কে আর?