মন - ২.
শংকর ব্রহ্ম


"ভালবাসলেই ভালবাসা পাওয়া যায়"
                                   এ কথা সর্বদা সত্য নয়,
                 ভাল না বাসলেও ভালবাসা পাওয়া যায়
কিংবা ভালবাসা না পেয়েও ভালবাসা যায়,
ভালবাসা তো আর কোন পণ্য নয়
                         যে তার বিনিময় হয়?

ভালবাসতে আর কি লাগে?
                     ঝকঝকে একটা অনাবিল স্বচ্ছ মন,
আবিলতাপূর্ণ মন, ভালবাসবে কখন?
ভালবাসা তবু অতো সোজা নয়
কারণ রহস্যময় এই মন,কি ভেবে যে কি করে কখন?