মহান দেশ
শংকর ব্রহ্ম

          

এই সেই মহান দেশ ভারতবর্ষ
                         যেখানে গরীবরা আরও গরীব হয়
ধনীরা টাকার কালো পাহাড়ে চড়ে বসে।

এখানকার লোক এতই মূর্খ ও নির্বোধ যে
                          ক্রোধেও সে নির্বাক প্রতিবাদহীন
প্রতিভাবানেরা এখানে অনাহারে মরে
                  ভাল লোকেরা নানা ভাবে অপদস্ত হয়

নির্ঝঞ্ঝাট মানুষের উপর
                     যত সব ঝঞ্ঝাট তুলে দেয় পড়শীরা
নামাবলী গায়ে এখানকার সমস্ত সাধুরা
                                 আসলে বিখ্যাত ধান্দাবাজ।

এই সেই মহান ভারতবর্ষ
যেখানে বড় বড় ভাষণ আর আশার বাণী শুনিয়ে
                    এখানে অনায়াসে ভোটে জেতা যায়।

এই সেই মহান ভারতবর্ষ
               যেখানে স্বজন পোষণ নীতি চলে সর্বত্র
ঘুষ দেওয়া নেওয়া এখানে রীতিমত অপরিহার্য
   ন্যায় নীতির আশা করা ভীষণ রকমের অন্যায়।

এই সেই মহান ভারতবর্ষ
                                     যার মাথায় হাত বুলিয়ে
অনেকেই করে খাচ্ছে কিছু
                                  এই সব দেখে শুনে বুঝে
আমাদের মতো সব মূর্খ নাগরিক
                               তালে তাল দিয়ে যাচ্ছি শুধু।