মহাকাল
শংকর ব্রহ্ম
শুরুও নেই শেষও নেই
শুধু যাওয়া আসার মাঝখানে
এক চিলতে রোদ্দুর
তারপর যদ্দুর চোখ যায়
ধূ ধূ মাঠ খাঁ খাঁ করে
কারও অপেক্ষায়
পানাপুকুরের পাশে
কালো মেয়েটি দাঁড়িয়ে আছে
নাকি মেয়েটির পাশে কালো পানাপুকুর
ঠিক বোঝা যাচ্ছে না
সেই থেকে খোঁজা শুরু
বিভ্রান্তি ঘোচাতে কবি নিজে যায়
মেয়েটির কাছে
থুরি পানাপুকুরের কাছে
দেখে মেয়েটি কোথায়ও নেই
পানাপুকুর পড়ে আছে একা
এ'ভাবেই সব পড়ে থাকে একা
শুধু জীবন থাকে না
মহাকাল হা হা করে হাসে