মধুপুর
শংকর ব্রহ্ম
১).
মনটা যদি কেমন করে
একলা থেকে নিজের ঘরে,
তবে মনে লাগাও সুর
পৌঁছে যাবে মধুপুর।
২).
এক-য়ে এক-য়ে দুই করি না,
দুইকে করি এক,
হাত দিয়ে আর ছুঁই না তোকে
মন দিয়ে ছুঁই দ্যাখ।
৩).
শক্ত পাহাড় চায় না আহার,
নরম নদী আগ্রাসী সে
গিলতে চায় যে
একটি গ্রাসে সব কিছুকে
তাই সে ছোটে দিক বিদিকে ।