কৃত্রিম জীবন
শংকর ব্রহ্ম


অবিশ্রান্ত বৃষ্টি হল কিছুক্ষণ আগে
              তারপর কেটে গেল মেঘ
              কী সুন্দর নির্মল আকাশ
তাই দেখে মনে হল আজ
           কতকাল কাঁদিনি এভাবে
                        হাল্কা করে বুক।

ফুটে উঠল কদম ফুলের মতো
     সকালের হাসি কমলা রোদ্দুরে
কতকাল বুঝি আমি
    হাসিনি এভাবে নির্ভেজাল হাসি

আমাদের সব কিছু মেকি
              স্বচ্ছতার অভাব ভীষণ
জীবন কৃত্রিম আজ
                       গাঢ় অন্ধকারে