কৃতান্ত
শংকর ব্রহ্ম


" বহু প্রেমেও যে মেধার ক্ষতি বৃদ্ধি নেই
বহু প্রাপ্তিতেও যে আকাঙ্খার শ্রী ছাঁদ নেই।"

তোমাকে ভাবলেই রক্তে দোলা লাগে
নাভিমূল থেকে উড়ে যায় বিষাদ
যেন দম বন্ধ করেও বেঁচে থাকা যায় বহুক্ষণ
ইচ্ছে মতোন বাড়িয়ে দেওয়া যায় দশদিকে
                                               বন্ধুত্বের হাত
মধ্যযামে সমস্ত দিক নিজের ভিতর এক করে
বহুক্ষণ অনায়াসে অস্থির থাকা যায়
                            শুধুমাত্র তোমাকে ভেবেই
আর তোমার দেখা পেলে তো কথাই নেই
সরাসরি ভূমিকম্প বুকের ভিতর
সে যে কী ভীষণ উত্তেজনা,কী গভীর আলোড়ণ
সে কথা বলে আর বোঝানো যাবে না কিছুতেই
অনেক ঝর্ণা নদী যেন একসঙ্গে নেচে ওঠে
আকাশ নক্ষত্র সহ বনভূমি কেঁপে কেঁপে ওঠে
আর মনের ভিতরে তার প্রতিচ্ছবি ধরা পড়ে
                                                  ঝড় তোলে
রক্তের ভিতরে সেই তোলপাড় করে
                               প্রলয়ের সৃষ্টি করে চলে।

স্মৃতিতে খড়ির দাগ সব লেগে থাকে নাকি?
        মুছে যায়,ধীরে ধীরে সব কিছু মুছে যায়
অথচ তোমার তীব্র আশ্চর্য এক মোহময় আকর্ষণ
গোপন ছিলার মতো শিরায় শিরায় টান ধরায়।

তুমিই প্রথম শিখিয়ে ছিলে
                                ভয়টা কেমন তুচ্ছ অতি
তবে কেন সর্বনাশের পথে হঠাৎ পা বাড়িয়ে
আচমকা পথ সরিয়ে নিলে
                               অজানা এক অন্ধকারে?
তাই,তোমাকে ভাবলেই রক্তে দোলা লাগে
                  নাভিমূল থেকে উড়ে যায় বিষাদ।