কোরবানি
শংকর ব্রহ্ম


এই আমি দিন আনি দিন খাই
কোরবানি কী যে দেব ভাবি তাই
ঘরে যে দেবার মতো কিছু নাই

নিজেকই কোরবানি দিলে পরে
কেমন হবে এই কথা মনে করে
ছুরিখানা ধার দিয়ে রাখি ঘরে

কোরবানির দিনটা এলে পরে
দেখি আমি ঘরে পরে আছি মরে
ধার দেওয়া ছুরিখানা নাই ঘরে

জানি না এমন হল কী যে করে?