কি হবে উপায়
শংকর ব্রহ্ম


আজকে আমার শোকের দিন সত্য গেছে মারা
আসছে দেখি হো হো করে মিথ্যেরা সব তাড়া।
মিথ্যে নিয়ে সারা জীবন কে আর বাঁচতে চায়,
ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগায় কে যে শহর গায়?
ভোটের রাজনীতি করে দেশ হল ছারখার
তোমার আমার দুঃখে কষ্টে কি হবে নেতার?
তোমার আমার কথা নিয়ে তারা ভাবেন নাকি?
ভোটের সময় যা সব বলে লোক দেখানো ফাঁকি।
এই কথাটা বুঝতে যদি এত সময় যায়,
            দেশের জনগণের বল কি হবে উপায়?