খুঁজে পাই
শংকর ব্রহ্ম
ঢেউয়ে ঢেউয়ে সমুদ্র উত্তাল
তোমার অস্থির প্রশ্নজাল
অযথাই করে নাজেহাল
আমি যে হারাই সব তাল
উত্তরে মৌন থাকি আমি
কারণ যে নয় অন্তর্যামী
হয়ে থাকি বধির পাহাড়
খুঁজে ফিরি তাই বারবার
শূন্যতায় যেন খুঁজে পাই
হারানো ঠিকানা আমার