খোঁজা - (৬)
শংকর ব্রহ্ম


ভিতরে ছিল চাঁদের আলো     বাইরে অন্ধকার
খোলা ছিল সেদিন তোমার      মনের যত দ্বার
কোন চাবিতে খুলে ছিল       জানা হয়নি আর
সেই চাবিটা হারিয়ে গেছ     খোঁজ পাইনি তার

খুঁজে বেড়াই সেটাই এখন
                      হারিয়ে গেছে কোথায় সে ধন
খুঁজছি আমি সেটাই শুধু      সারা জীবন ধরে  
গ্রাম ছাড়িয়ে  শহর ছেড়ে     বাইরে এবং ঘরে