খোঁজা - (৩)
শংকর ব্রহ্ম


কাল একেলা অন্যোন্যপায়
                                       ডুবে ছিলাম সূক্ষ্ম ব্যথায়
আজ সকালে ফাগের আলো
                                   দূর করে দেয় মনের কালো
তুমি যে এখন রয়েছে কোথায়
                                      সেই কথটাই শুধু মনেহয়
আলোর ভিতরে কালোর ছায়া
                                আবার কেমন ঘিরছে আমায়
বলো দেখি এর কোন মানে হয়?
                              এখন তোমায় খুঁজবো কোথায়