কেমন আছো
শংকরব্রহ্ম


মনে পড়ে না, এখন কিছুই মনে পড়ে না
                     বিস্মৃতির অতলে, সব হারিয়ে গেছে?
আমিই তোমার ছোটবেলার খেলার সাথী
            মনে পড়ে না, হ্যাংলা প্যাংলা সেই ছেলেটা?
থুতনিতে তার কাঁটা দাগের সঙ্গে তোমার ছিল আড়ি।
                       কেঁদে ছিলে ইচ্ছে মতো ফিরে বাড়ি,
কাঁটা দাগের উৎস কোথায় খুঁজতে গিয়ে
             মনে কি পড়ে, আচমকা সেই কামড়ে ধরা?
পড়ল মনে, চুমু খাওয়ার শাস্তি দেওয়া?
                তারপরে চোখ থুতনি ছেড়ে মাটির দিকে
নেমে এলো লজ্জাবতী লতার মতো,
                    হঠাৎ করে, এক ছুটে তাই ঘরে ফেরা।
এসব কথা ভুলতে গিয়ে, নতুন করে মনে পড়া, মনেকরা।

ছোট্ট বেলার সেই ছেলেটা এখন অনেক, অনেক বড়,  
বুড়ো এখন,
অমূল্য সেই দিনগুলো সব,কোথায় যেন হারিয়ে গেছে,
এসব কথা, জানবে না কেউ, কোনদিনও,
                                     তুমি এখন আছো কেমন?