কেমন আছি
শংকর ব্রহ্ম
কেমন আছি জানতে চাস?
বলি তবে শোন ভাল আছি বললেও বলা হবে কম
প্রায় রাতে আমার সাথে খেলতে আসে যম।
ঐখানে কোন গোপন ডেরায় রোজ এসে সে আড্ডা জমায়
ডেকে আমায় নিশিরাতে রাতটা কাটায় আমার সাথে।
মৃত্যু নিয়ে খেলতে দেখে ভোরের আলো গায়ে মেখে পালায়
একেবারে চোরের মতো ফেলে রেখে একলা আমায়।
মৃত্যু আর জীবনের মাঝখানে থাকে শুধু একচুল ফাঁক
এইকথা ভেবে আমি হয়ে যাই ভীষণ অবাক
যমরাজ নেই আর? তবে তার কথা বলা থাক।