কষ্ট
শংকর ব্রহ্ম


যুবক ভুলেছে সেই প্রেমিকার নাম
যার ভালবাসা তাকে করেছিল সুখি,
বালক ভোলেনি তার প্রেমিকার নাম
যাকে ভালবেসে খুব কষ্ট পেয়েছিল।
বালিকা কি ভুলে গেছে?
                                ভুলেছে যুবতী?

কেন যে এমন হয়, কি কারণে হয়?
               ভেবে ভেবে দিশেহারা মন।
হয় তো এমন কিছু আছে
              কষ্ট পেয়ে ভালবাসা বাঁচে।