কষ্ট পাওয়া
শংকর ব্রহ্ম
জন্মে ছিলাম বলেই এত কষ্ট পাওয়া
দিন দুপুরে লাগল গায়ে পাগল হাওয়া
হঠাৎ করে তোমায় দেখে বিষম খাওয়া
আপন করে বুকের মধ্যে তোমায় চাওয়া
চেয়েছিলাম বলেই এতো কষ্ট পাওয়া
কষ্টে যা পাই মূল্য তারই দিতে চাওয়া
অথচ সহজে যা পাই
মূল্য দিতে তার ভুলে যাওয়া