কার জন্য
শংকর ব্রহ্ম


কার জন্য শীতের সকালে
                রোদ্দুরের জন্য আকুল প্রার্থনা
কার জন্য আগুন জ্বালছি
                        আজও শুকনো পাতায়
কার জন্য এতসব আয়োজন
                              

কার জন্য বিশল্যকরণী খুঁজে হয়রান
মিথুন লগ্নে সাপের মুখোমুখি হয়ে
             সাত রাজার ধন মানিক সন্ধান
কার জন্য অন্ধকারে
            নীরবে দাঁড়িয়ে আলোর প্রার্থনা

কার কথা মনে করে গোপনে বা উচ্চারণে
     কবিতার পংক্তিমালা নীরবে সাজানো?