কান্না
শংকর ব্রহ্ম
তোমার কথা ভেবে
এতো যে কান্না পায় আমার
কেন তা জানি না
আনন্দে
না বিষাদে
বুঝি না তা ঠিক
এর নাম প্রেম বুঝি
লোকে তবে ভালবাসে কেন?
তোমার কথা না ভাবলেও
আনন্দ থাকে না মনে
কি জ্বালা বলো তো?
ভাবব
কি ভাবব না
তোমাকে নিয়ে
দ্বিধা দ্বন্দে কেটে যায় বেলা
ঠিক সন্ধ্যে বেলা
আমি হয়ে যাই ভীষণ একেলা
কান্না পায় তখন আমার।