কাঙাল
শংকর ব্রহ্ম


তুমি কি পরমা সুন্দরী নাকি কুৎসিত অতি কালো
চোখ দুটি ট্যারা নাকি পদ্মকলি মেলো
                               তাতে আমার কি আর বলো?
তুমি কি দয়াবতী নারী নাকি খুব নিষ্ঠুর
তুমি কি সদাশয় নাকি ভীষণ চতুর কি হবে তাতে আর?
         যখন তোমায় ভালবেসে ফেলেছি দুরন্ত অপার।
এখন আর কিছুই জানতে চাই না আমি
                             যখন এ'হৃদয় কেড়েছো তুমি
      তখন জাহান্নামে ডেকে নিলেও যেতে রাজী আমি।
তুমি কি সতী নাকি অসতী নারী,
                            এ' সব অর্থহীন আমার কাছে
যতক্ষণ এ'তৃষিত হৃদয় আছে প্রাণে
                          এবার তোমাকে না পেলে পাছে
শিবের মতো ছাই ভষ্ম গায়ে মেখে
পথের উন্মাদ ভিখিরি হয়ে যাব শেষে পাপ হবে কার?
                         সে সব তোমার ভাবার ব্যাপার।

ভালবাসার নিকট থেকে পালাতে চাও?
                                      পারবে না তা জানা
তোমার শুধু দু'খানা পা
                                আর প্রেমের আছে ডানা।