কানাকানি
শংকর ব্রহ্ম


অনন্ত রাত্রির শেষে তুমি যেন মায়াবী সকাল
                                 স্বপ্নে তোমায় দেখেছি আমি কাল
ব্যস্ত ছিলে খুব সন্ধ্যার আয়োজনে
                         তবুও ভাবছো তুমি আমাকেই মনে মনে

হঠাৎ সকালবেলা ভেঙে গেলে ঘুম
                              বুক জুড়ে পড়ে থাক তুমি যে নিঝুম
আঠার মতোন চোখে লেগে থাকে ঘুম
                                        মধুর স্বপ্নটুকু হয়ে যায় গুম

বিছানা ছেড়ে আর উঠতে চায় না মন
                                         বলো আমি কি করি এখন
জেগে জেগে স্বপ্ন দেখা ভাল নয় জানি
                    ভোরের পাখিরাও এই নিয়ে করে কানাকানি