কবিতার মুখ
শংকর ব্রহ্ম


                                    জানি আঁকা সহজ নয় মোটেও
তবু প্রতিদিন একটু একটু করে আঁকি
পুরনো আঁকাগুলো অপছন্দ বলে বাতিল করি
                                     আবার নতুন করে রেখা টানি
এ'ভাবেই কেটে যায় দিন মাস বছর আমার
                                  ধীরে ধীরে ফুরিয়ে আসে জীবন
অথচ তার ছবিটা অসমাপ্ত এখনও
                         যা নিবিড় মমতায় এঁকে চলেছি আজও