কবি - (৪)
শংকর ব্রহ্ম


কবি হয় না ঘরের আপন     হয় সে শুধু পরের আপন
                                       হয় না কবি দলের ফানুস
হয় না কবি বলের কাছে নতজানু মানুষ
                                                হয় না কবি খলের
সে যে সকল কালের প্রতিনিধি সতর্ক এক মানুষ

                                       কবি হয় মানুষের আপন
মনের খুশি মতোন চলতে ভালবাসে
নিজের দুঃখে নিজের ব্যথায় মন খুলে সে হাসে
     অথচ ভালবাসা ছড়িয়ে দেয় সে ধূলি জলে ঘাসে

কবি হয় না সবার মতো তার বুকের ভিতর স্বপ্ন যত
তার ফলনে আগ্রহ তার মনের ভিতর অসীম অপার

( কবি কারও দাস নয় কবি কারও বাঁশও নয়
                  হয়তো সে হতে পারে কারও গাঢ় শ্বাস
কবি কারও´বস্`নয় বশও  নয় কারও
                 কবি মানে তার চেয়ে বড় কিছু আরও)