কবি - (৩)
শংকর ব্রহ্ম


                           যখন সকলে তোমার প্রশংসায় রত
সেদিকে দিয়ো না কান, কবি হয়ো না আপ্লুত,
                            হাততালি থেমে যাবে হঠাৎ অযথা
কেউ কেউ ব্যঙ্গ করে বলে যাবে যা তা,
                            সুতরাং শান্ত হয়ে গর্ব ভরে
                                     উঁচু করে তুলে রাখ মাথা।

                     তুমি তো স্রষ্টা থাক একা স্বাধীন তোমার
মুক্তমন যেখানে যেতে চায়,দায়িত্ব নাও তাকে চালনার,
                     তোমার চিন্তা চেতনা জন্ম দেবে পূর্ণতার
এর চেয়ে বেশী আর কিবা হতে পারে পুরস্কার?
তোমার শ্রেষ্ট বিচারক তুমি নিজে
তা নিয়ে ভেবো না মোটে সমালোচকরা বলে কি যে,
তুমিই পারো সমস্ত প্রশংসাকে অবহেলা করে
        এগোতে সামনের দিকে জীবনের গান কন্ঠে ধরে।