কবি - (১)
শংকর ব্রহ্ম
আমরা যারা কবিতা লিখি
আসল কবি ক'জন?
এই প্রশ্ন উঠলে জানি
রুষ্ট হবেন অনেক সুজন।
রুষ্ট যে সব সুজন
তাদের কথা ভেবে কি করা যায়?
এবার সে দায় মাথায় চেপে বসে।
তাদের কথা ভেবে দু'ঠোঁট চেপে
চুপটি করে মুখটি বুজে থাকি।
কবি হতে ব্যস্ত সবাই
লেখায় ভীষণ ফাঁকি।
কবি যদি হতেই চাও
কবিতা লেখায় মনটি দাও
আগের চেয়ে বেশী
শুনে বুঝি হলে তো অখুশি?