কবি
শংকর বহ্ম
ছোট কবি বড় কবি মেজ কবি ওরা
কবিদের মধ্যেও ভাগ করে কারা?
যাদের স্বার্থ থাকে তারা ভাগ করে
বড় কবি গড়ে ওরা ব্যবসাটা সারে।
এতদিন শক্তিকে বড় কবি বলে
ব্যবসাটা গিয়েছিল মোটামুটি চলে
শক্তির বয়স হয় শক্তিও কমে
বড় কবি খুঁজতেই ঘাড়ে মেদ জমে।
এতদিনে পাওয়া গেল জয় গোস্বামী
মোহে পড়ে জয়ও ভাবে মহাকবি আমি
জয়ের পরে আসবে হয়তো শ্রীজাত
আমাদের কাছে নয় তাও অভাবিত।