জ্যোৎস্না
শংকর ব্রহ্ম


আকাশ ডাকে আয় কাছে আয়
                  বাতাস বলে যাস না,
আমি ভাবি করব যে কি?
            ভাবতে বসে হঠাৎ দেখি
আকাশ জুড়ে উঠেছে চাঁদ
            হাসছে কেমন জ্যোৎস্না।