জীবনকে জিতে নিতে
শংকর ব্রহ্ম
আমার অবুঝ অভিমানের মতো
থম মেরে রয়েছে আকাশ
বাতাসও নিশ্চল,যেন কোন এক ঝড়ের পূর্বাভাস
সময়ও সতর্ক টানটান খুব
ধীরে ধীরে সব মেঘ কেটে যেতে পারে
আবার তা নাও পারে কি হবে তা সময়ই বলবে
এ সব নিয়ে বেশী আতঙ্কিত না হয়ে
এসো এখন এক হাত দাবা খেলা যাক
বাজি ধরা যাক এই সময় ও পরিস্থিতি নিয়ে
ঝড় উঠব কি উঠবে না
পরিস্থিতি কোন দিকে যাবে বল তুমি রাজী
এসো তবে লাগাই জীবনকে জিতে নিতে বাজী