ঝুঁকি
শংকর ব্রহ্ম
মুখদেখা আলোয় রাজপথ পড়ে আছে ফাঁকা
দু'একজন পথ চলতি মানুষের কাছে
ভিক্ষে চাইছিল সে,দে বাবু দু- দু'টো টাকা
কি বলবো তাকে,শিশু না বালিকা?
হঠাৎ তার সামনে এসে,
হাত পেতে দাঁড়ালো নববর্ষ,একগাল হেসে
কচি হাতে বাটি উপুর করে সব সুখ
তার শূন্য ঝুলিতে ঢেলে দিল উজবুক।
বাতাস তা দেখে,খবর দিতে ছুটলো আকাশকে,
আর তার আগেই,আকাশের সমস্ত নীল
পতনের ঝুঁকি নিয়ে,ঝুঁকে পড়েছে তার মুখে।