জানি সে আমার
শংকর ব্রহ্ম
পাগলী আমায় "ভালবাসা" বলে ডাকে
জানি না মেয়েটি, কোথায় লুকিয়ে থাকে?
মাঝে মাঝে এসে স্বপ্নের ফাঁকে
মনে যে আমার কত না স্বপ্ন আঁকে।
যখন তখন দেখি নাকি আমি তাকে?
সে আমায় শুধু চিন্তায় ফেলে রাখে।
কখনও রাত্রি দুপুরে,হঠাৎ সে কাছে আসে
ঘোরলাগা মনে কি সুরে,
যাই আমি কোথা ভেসে।
গভীর আবেশে সেও ভাসে সাথে,
চাঁদ তারা নিয়ে,গভীর নিশিথে
দেখে তারা চাঁদ মিটিমিটি হাসে
হৃদয়ে আমার মুখখানি তার ভাসে
তবু আমরা দু'জনে থেকে যাই দূরবাসে।
পাগলী আমায় হয়তো বা ভালবাসে,
জানতে চাইলে মিঠিমিঠি চোখে হাসে।
পাগলী আমায় "ভালবাসা" নামে ডাকে,
জানি সে আমার, হৃদয়ে লুকিয়ে থাকে।