যখন থাকব না
শংকর ব্রহ্ম


আমি নেই ভাবতেই হৃদয়টা খা খা করে ওঠে
          মনটা শূন্যতায় হু হু করে কোথায় যে ছোটে?
মনেকর আর ধর আমি নেই আর ফেসবুকে
                আমার অভাব বিঁধেবে কি কারও বুকে?
খুব জানতে ইচ্ছে করে একান্তে, অন্তরে
                        যখন চিরতরে থাকব না ফেসবুকে
তোমরা থাকবে কোথায় যে কে?
                              থেকো সবাই অন্তবিহীন সুখে
আমায় না পেলে কোথাও খুঁজে,
                          জেনো আমি থাকব সবার মাঝে
মনের ভিতর নীরবে ঢুকে,
      সকাল বিকাল সন্ধ্যাবেলায় সবার দুঃখে সুখে।