জায়গা আছে
শংকর ব্রহ্ম
খুব বেশী দুঃখ পেলে চলে আসিস আমার কাছে
তোর জন্য বুকের ভিতর এখনও খানিক জায়গা আছে
মনে ভীষণ কষ্ট হলে
ছুটে এসে আমার বুকে ঝাঁপিয়ে পড়িস
ভালবাসা ফুরিয়ে এলে ধীরে ধীরে
মন খারাপের ভাবনাগুলো আমাকে দিস
মান অভিমান যা আছে তোর
আমার কাছে জমা রাখিস
কেউ না চিনুক তুই তো আমায় ভাল চিনিস
বুকের ভিতর প্রেম না থাকুক
তোর জন্য অনেকখানি জায়গা আছে
ভীষণ রকম মন খারাপের দিনগুলোতে
চলে আসিস আমার কাছে