ইচ্ছে ডানায় ভেসে
শংকর ব্রহ্ম


                       তুমি তো জান না
তোমার স্পর্শে কত বিদ্যুৎ প্রবাহ
খেলে যায় শরীরে ও মনে
                          কোন প্রিয়জনে  
সে কথা যায় না বলা ডেকে
      গোপন সেকথা থেকে থেকে
অন্তর ছুঁয়ে শেষে
                   চিত্তে চাঞ্চল্য ঘটায়
আর যত সব অন্তরের কথা হায়
                       মনে চলে আসে
ইচ্ছে ডানায় ভেসে
            সূর্যোদয় দেখি চারপাশে।

একি তুমি দাঁড়িয়ে এখানে?
             তোমাকে এড়ানো মানে
নিজেকেই তাড়িয়ে ফেরা ছুটে,
তোমার স্পর্শ পেয়ে
ইচ্ছের কুঁড়িগুলো,
          ধীরে ধীরে ফুল হয়ে ওঠে।