গুপ্তধন
শংকর ব্রহ্ম
কোথায় রয়েছে সেই গোপন ভান্ডার, কুবেরের গুপ্তধন
কোথায় লুকানো আছে ম্যাজিক লন্ঠন
যেখানে রয়েছে পড়ে মানুষের মন।
কোন সে কথার মায়াটানে
সংসারের গহন আঁধারে ডুবে যেতে যেতে
অকস্মাৎ জেগে ওঠা যায় নির্জন প্রান্তরে
যেখানে অকাতরে স্বপ্নফুল বেড়ে উঠে, মাঠ যায় ভরে।
কার চোখে খুঁজে ফেরো জীবনের নব ধারাপাত?
কার কাছে জমা রেখে চলে যাবে,কবিতার এই দায়ভার?
মনে জাগে ভয় হিংস্র এই পৃথিবীতে কবিতাকে কোথায়?