গ্রীষ্মকাল
শংকর ব্রহ্ম
গ্রীষ্মকাল এলেই আমার খুব
কৃষ্ণচূড়া ফুলের কথা মনে পড়ে
আর মনে পড়ে লাল স্কার্ট পরা সেই কৃষ্ণার কথা
যে আমাকে তৃষ্ণার্ত রেখেছিল সারা গ্রীষ্মকাল
আর তৃষ্ণার কথা ভাবলেই
মনে পড়ে যায় জল ভর্তি কালোকুজোর কথা
যাকে আমার মাঝে মাঝে কৃষ্ণা বলে ভুল হয়ে যায়
ভালবাসার কথা ভাবলেই
জীবনে আমার গ্রীষ্মকাল এসে যায়