গোপন ইচ্ছে
শংকর ব্রহ্ম


দুঃখী রাতের কষ্টগুলো পেরিয়ে এলেই বন্ধু পাবে
প্রিয় নারীর সঙ্গে তোমার দেখা হবে দিন দুপুরে
দুঃখ নিয়ে যে সব মানুষ ঘর ছেড়ে যায়
ঘুরে বেড়ায়
তারাও তোমার বন্ধু হবে
          হাসতে হাসতে তোমার দিকে হাত বাড়াবে।

তুমিই তখন খেলার ছলে প্রেম শেখাবে শত্রুতাকে,
এ'সব ভাল
তার চেয়েও আরও ভাল, দুঃখে কষ্টে ডুবে থেকেও
গোপন ভাবে মনের ভিতর বেঁচে থাকার ইচ্ছেগুলো।