ঘোর সন্ধ্যায়
শংকর ব্রহ্ম
বালক জানে না খেলা
তাই ঘোর সন্ধ্যাবেলা,
থাকে যে কী ঘোরে -
একা একা পথে ঘোরে
সঙ্গী খুঁজে ফেরে।
ঘরে তার মা বোন নেই?
আছে আছে সবই আছ-
মা-ও আছে, বোনও আছে
সকলেই ব্যস্ত কাজে
যে যেমন তার -
বালকের সঙ্গ দেবে
কেউ নেই আর।
বালক জানে না খেলা
তাই ঘোর সন্ধ্যাবেলা,
থাকে মোহ ঘোরে -
সঙ্গী খুঁজে ফেরে,
পথে, একা ঘোরে।
তাই দেখে দূর থেকে -
বালিকার বুক শুধু পোড়ে।
কাছে যে যাবার তার
নেই কোন অধিকার
সামাজিক নিষেধাজ্ঞা শুধু তাকে
ঠেলে রাখে দূরে।