ঘাসে মুখ দিয়ে
শংকর ব্রহ্ম


নদির ভিতরে কতখনি বেগ
কতখানি আছে পানি
এই নিয়ে চলে মাছেদের মাঝে
কত কথা কানাকানি।

দেখতে কোনপাখি সুন্দর কত
কতখানি ভাল সুরে
এইকথা ভেবে নাজেহাল হলে
চলে যেতে পার দূরে।

বেগ বেশি কার ভালবাসায়
শরীর নাকি মন?
উত্তর দেবে ভিন্ন রকম
এক এক মানুষজন।

ফুলের ভিতরে কতখানি ঘ্রাণ
কতখানি আছে রূপ
এই নিয়ে এক বিচার সভায়
সকলেই ছিল চুপ।

এই সবকথা ভেবে ভেবে কবি
দিশেহারা হয়ে পড়ে
কবিতায় তার ছন্দ আসে না
ঘাসে মুখ দিয়ে চরে।