ঘরে ফেরা - (২)
শংকর ব্রহ্ম
১.
দুপুর উদাস হয়ে, চেয়ে ছিল পথে
ভুসো কালো মেঘ এলো তুলে নিতে রথে,
তখনও ছিল না কেউ করার বারণ,
বিকেল এসে হয়ে পরে বাঁধার কারণ,
মেঘও নয় দুপুরকে ছাড়বার পাত্র
দুপুর উড়িয়ে নিয়ে গেল, এইমাত্র।
২.
প্রখর রৌদ্রের তাপে উদাস এক স্তব্ধ দুপুর
উপুর হয়ে শুয়ে ছিল ধরণীর বুকে,
তাই দেখে দুঃখ আর শোকে চমকানো রাত
ঝড়ে এলোমেলো করে দিল সব প্রকৃতির যত বৈভব।
যখন গ্রীষ্মে আমি পান করি গোধূলীর তীব্র কোলাহল
তখন হঠাৎ তোমার মুখের ছবি জেগে ওঠে বুকে,
উদাসীন ঈশ্বরের ঘরে ঝরে যায় সন্ধ্যার উষ্ম-বাতাস
আর তখন ক্লান্ত যারা ঘরে ফেরে নিশ্চল একা।