গভীর গোপনে
শংকর ব্রহ্ম
সে ছিল আমার আঁধার রাতের আলো
তাকে দেখে বুঝি লেগেছিল শুধু ভাল
আর কিছু নয়
ছিল সংশয়
চোখ ঠারে মন
সে ছিল আমার পরম রতন
মনেহয় আজ হয়তো গোপনে
ছিল কিছু মনে
প্রকাশের দ্বিধা ঢেকে রেখে ছিল
ভিতরের যত চাপা ব্যাকুলতা
আজ জানি শুধু
রয়েছে সে মনে গভীর গোপনে