গাছ-কথা
শংকর ব্রহ্ম


১).

প্লাবনে জলে জলে গাছগুলি ডুবে যায়
জল তার আশ পাশ তলা সব চুষে খায়
গাছ তবু মরে না
ঝুঁকে নুয়ে পড়ে না
গলা তুলে দাঁড়িয়ে সে একা একা লড়ে যায়
শেষে জল সরে গেলে গা ঝেরে উঠে দাঁড়ায়।

২).

গাছগুলি জল পেলে ধীরে ধীরে ওঠে বেড়ে
মানুষেরা বল পেলে কেন ওঠে এতো তেড়ে?
এর কোন মানে যদিও পাইনি তো বুঝে
তাই আমি মানে তার যাই আজও খুঁজে,
দেখি গাছেদের ভিতরে আছে সহনীয় ভাব
আর মানুষের সহ্যের আছে যে বড় অভাব।