ফুটে আছে
শংকর ব্রহ্ম


                আমি বিস্ময়ে মৌচাক ছুঁয়ে ফিরে আসি
মধু ও হুল দুটোই আছে জেনে মরা মনে
                                    অভিমানে পড়ে থাকি
উপোসী রাত একা সোহাগ বিহীন ফিরে যায় ঘরে

বিস্ময়ে চেয়ে দেখি একি আমার সমস্ত গোপন পাপ
                ধীরে ধীরে প্রস্ফূটিত সকালের মতো
যেন বর্ণ আর গন্ধ নিয়ে প্রস্ফূটিত ফুলের মতোই

অথচ রমণী ঠোঁটে নদীর পিপাসা যেন অগস্থের ভাষা
রূপসী নরম চোখে সমুদ্রের জোয়ার আর ভাটা

মুখটা ফেরালে রাতের সমস্ত পাপ ধুয়ে মুছে সাফ                          
          ফুটে আছে দেখি একঝাঁক উজ্জ্বল গোলাপ।