ফুলের অপব্যবহার
শংকর ব্রহ্ম


       পূজা,আনন্দ উৎসব,এইসব জন কোলাহল
সব কিছু তুচ্ছ ভেবে,তাকে বুড়ো আঙুল দেখিয়ে
আজ আমি অনায়াসে চলে যেতে পারি,
                                কিন্তু যাব না ডাক্তার
এখনও অনেক কাজ বাকী যে আমার।

যার সঙ্গে সারা জীবনে একদিনও দেখা হয়নি
                       তার সাথে দেখা করতে হবে,
যে কবিতাটা এখনও লেখা হয়নি

                             সেটা লিখে যেতে হবে,
যে কথাগুলো আজও বলা হয়নি কাউকেই
            জমে জমে পাথর হয়ে উঠেছে বুকে,
আমি বেশ সুখে আছি বুঝলে ডাক্তার
                                     অসুখের ভানে,
মানে,মনে হচ্ছে এখনই আমি
          সবকিছু ছেড়ে ছুঁড়ে চলে যেতে পারি
  কিন্তু এখনই এতসব কাজ,ফেলে রেখে আমি
কী করে যাই,বলো তো আমায়?
     সেটা ঠিক হবে না আমার,বুঝলে ডাক্তার,

কী বুঝলে বলো?

চলো একবার বাগানের ফুলগুলো দেখে আসি,
ফুল দেখে যম খুব ভয় পায়,
          হয়তো সে ভয় পেয়ে সরে যাবে দূরে,
অথচ মরার পরে,কেন যে লোকে
                    ফুল দিয়ে ঢেকে দেয় তারে?