ফেরা হয় না
শংকর ব্রহ্ম
যেখান থেকে এসেছিলাম, সেখানে আর ফেরা হয় না
জানলে এমন আসতো কে আর?
জীবন স্রোতের তীব্র জোয়ার,
ভাসতে ভাসতে যেখান থেকে এসেছিলাম
সেখানে আর ফেরা যায় না
তবু মনের ইচ্ছাগুলো দমিয়ে রাখা সহজ হয় না।
মুখের উপর মুখোশ পরে
সারা শহর ঘুরে ফিরে, নিজের ঘরে ফেরা হয় না।
ভাটার টানে ফিরব ভেবেও সোনালি দিনে ফেরা যায় না,
একলা ডুবে কিংবা গলা জলে নেবে
মনে মনে আকুল হয়ে ভেবে ভেবে।
দিনের বেলা ভাবনা ভাঙি, রাতের আবার বেলা গড়ি
এমনি করে চলে আমার জীবন টানা রথের গাড়ি,
সেই আনন্দে ঘুরাই আমি রাত দুপুরে রিক্ত ছড়ি।
সারাজীবন হয়নি কিছুই করা, এমন কথা ভেবে মরার চেয়ে
একটা কিছু করে,
চাঁদকে হঠাৎ চেপে ধরে কলঙ্কে তার গোপনে যাও ধেয়ে।