ফেসবুক সাহিত্য
শংকর ব্রহ্ম


ফেসবুকে আছে যত সাহিত্যের গ্রুপ
প্রত্যক্ষ করতে সব তাদের স্বরূপ,
কিছুদিন তাতে যদি লিপ্ত থাকা যায়
তবে অনুভূত হয় এক অদ্ভুত ব্যাপার,

দরকার হয় না কোন লেখা পড়বার
নামগুলো দেখে শুধু চেনা কি অচেনা,
দেখে লাইক দিয়ে,  শুধু নাম গোনা
বিপরীত লিঙ্গ হলে কমেন্ট কিছু বাড়ে ।

এই ভাবে ধীরতায় চললেই পরে
একদিন সাফল্য এসে পায়ে পড়ে ।

অন্যদিকে মনে মনে মুষড়ে ধ্বসে পড়ে
সৎভাবে সাহিত্য করতে আসে যারা
লাইক কমেন্টের অভাবে ক্রমাগত তারা।

এখানে আছে আবার কবিতার চোর
মাঝে তারাও খুব করে থাকে বোর।