এপিটাফ
(কবি বন্ধু প্রবীর রায়ের জন্য
বন্ধুত্ব বিচ্ছেদ চিরতরে)
শংকর ব্রহ্ম
এ'ভাবে কেউ যায়, কিছু না বলে কয়ে?
অন্ততঃ একবার বলতে পারতিস, তুই চলে যাবি
তাহলে তোর যাওয়ার পথে ফুল বিছিয়ে রাখতাম
তোর রাজকীয় যাওয়ার সময়
আমরা পথের দু'পাশে দাঁড়িয়ে পড়তাম তোর কবিতা
তুই হাসতে হাসতে চলে যেতিস,
বুকটা ভরে উঠতো আমাদের।
কিন্ত তুই আমাদের সকলকে ফাঁকি দিয়ে
একলা চলে গেলি কিছু না বলে।
নাকি তুই জানতিস,তুই চলে যেতে চাইলে
আমরা তোকে কিছুতেই যেতে দিতাম না,
বন্দী করে রাখতাম।
তাই বুঝি আমাদের 'বন্দীকাল'-য়ে রেখে
তুই চলে গেলি একা?
এটা মোটেই তুই ঠিক করলি না রে,
দেখা হলে
বন্ধুত্ব বিচ্ছেদ করে দেবো চিরতরে।