দূষিত সময়
শংকর ব্রহ্ম
শুধু নীরবেই দেখে যাবে সব
খুন ধর্ষণ শোষণ পীড়ন
অন্তত কিছুটা তো কলরব হোক
প্রতিবাদে ফেটে পড় সব
ছোটখাটো একটা বিস্ফোরণের শব্দ
এলোমেলো হয়ে যাক
পৃথিবীর খানিকটা দূষিত সময়
বদ রক্ত দূরীভুত হোক
এখন কোথাও যাব না আমি আর
শুধু পরিশুদ্ধ মন নিয়ে স্নান সেরে
পাখিদের কাছে গিয়ে শিখে নেব
ওড়ার নিয়ম
তুমি কি সঙ্গে যাবে ওগো বঙ্গ নর-নারী
এসো তবে দ্রুত