দিনযাপন
শংকর ব্রহ্ম
সকালের আলো এসে
বলল আমাকে হেসে,
বল আজ কি কি কাজ আছে?
আমি তাকে ভালবেসে,
বলেছি লাজুক হেসে
কোন কাজ নেই আজ
থাকব তোমার শুধু কাছে।
সেই শুনে পালাল সকাল
ফিরে এল মধ্যাহ্ন কাল,
সে-ও দেখি এসে বলে,
কাজ নেই বুঝি কোন?
বসে আছ একা যেন,
চলো যাই মেহনত করি,
আমি তার কথা শুনে
ভেবেছিল মনে মনে
ভয়ে যাব একেবারে মরি,
আমি বলি চল যাই
হাটে বাটে খেটে খাই,
কিছু পরে সে-ও যে পালাল।
নিবিড় রাত্রি এসে আমাকে জড়াল শেষে,
জানি না যে কি করে সে, বুকের ভিতরে?