দিন-দুপুরে রাত্রি নামে
শংকর ব্রহ্ম


রাত দুপুরে যখন বৃষ্টি পড়ে
            তোমার কথা হঠাৎ মনে পড়ে,
এখন তুমি কোথায় আছ,
                         কেউ জানে না তাও
কাছে গিয়ে হাত বাড়ালে
                     বলতে এখন সরে যাও,
এখন তো কেউ কাছে আসে না
                          ধরে না কোন হাত
হয়েছে হলুদ পাতার মতো
                         ঝরে যাওয়ার রাত,
ঝরতে ঝরতে তবুও অবিরত
                        অবুঝ পাতার মতো,
নিজের ভিতর সজীবতা
                         জাগিয়ে রাখি যত।

তখন আমি বুঝতাম না
অনেক কিছু আরও,এখন বুঝি সব,
তখন ছিল কথার কথা যাহা
    এখন যে তা,সবই করছি অনুভব।

এখন আমি চাঁদ দেখি না আর
                          যাই না কারও ঘরে,
তোমার কথা মনে পড়ে,
                               শুধুই মনে পড়ে
দিন-দুপুরে রাত্রি নামে
                          আমার হৃদয় জুড়ে।